শেখ হাসিনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট হয়: ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪
শেখ হাসিনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট হয়। ক্ষমতায় থাকতে সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠোয় রেখে তছনছ করে দিয়েছেন বলে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “কিন্তু সেই দানব ব্যক্তিটি এখন পলাতক, তার কর্মের জন্য।”
শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত
শেখ হাসিনার উদ্দেশে তিনি আরও বলেন, “এরশাদ যিনি ক্ষমতা দখল করে চোর-বাটপার হিসেবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে জেলে গিয়ে আবার ১৮-২০টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, আপনার যদি সেই সততা থাকতো, আপনার অতীতের ১৬ বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি এদেশে থাকতেন— তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা।”
আরও পড়ুন: ঐক্য বিনষ্ট করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, “বাংলাদেশের যদি ভারতের সঙ্গে বন্দিবিনিময় থেকেই থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে (শেখ হাসিনা) আনেন। তার পরিবারের দুই-একজনকে গ্রেফতার করেন, যারা অঢেল সম্পত্তির মালিক। যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।”
জেবি/এসবি