আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা হেফাজত ইসলামের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪


আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা হেফাজত ইসলামের
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের নামানুসারে ‘জামিয়া শহীদ আবু সাঈদ’ নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। 


শনিবার (১৪ সেপ্টেম্বর) রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত বিভাগীয় গণ-সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।


আরও পড়ুন: সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল


আল্লামা সাজিদুর রহমান বলেন, “২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারীদের স্মরণে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। মাদ্রাসাটি শহীদ আবু সাঈদের কবরের পাশেই নির্মাণ করা হবে।”


আরও পড়ুন: খুব শিগগিরই এই আঁধার কেটে যাবে: নানক


তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি সংবিধান সংশোধন করে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপনের দাবি জানান। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম থেকে ইসলাম-বিরোধী বিষয়গুলো বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ২০১৩ সাল থেকে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও করেন তিনি।


এর আগে, হেফাজতের একটি প্রতিনিধি দল শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে।


জেবি/এসবি