অনুপস্থিত পুলিশ সদস্যদের যোগদান করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “অপকর্মের সঙ্গে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিচ্ছে না। যারা এখনও কর্মস্থলে যোগ দেননি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না”
বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের যেসব সদস্য অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না।
আরও পড়ুন: মাঝ আকাশে থাকা ফ্লাইটে প্রাণ গেল বাংলাদেশি যাত্রীর
এদিকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের ১৮৭ সদস্য এখনও কাজে যোগ দেননি।
আরও পড়ুন: ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কী কী করতে পারবে সেনাবাহিনী
এতে বলা হয়েছে, “গত ১ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এরমধ্যে ডিআইজি পদমর্যাদার ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল আছেন ১৩৬ জন।”
জেবি/এসবি