শ্রীপুরে পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪


শ্রীপুরে পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে ফাহিম হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 


শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে ওই ঘটনা ঘটে। 


আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত


নিহত ফাহিম হোসেন উপজেলার যোগীরসিট গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। সে স্থানীয় যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 


স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ফাহিমসহ কয়েকজন শিশু বাড়ির অদূরে স্থানীয় বাসিন্দা কালা মিয়ার পুকুরে সাঁতার কাটতে যায়। পুকুরে লাফ দিয়ে পানির নিচ ডুবে গেলে আর উঠে আসেনি। অন্য শিশুরা বাড়িতে খবর দিলে স্বজন ও স্থানীয়রা পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে ফাহিমের লাশ উদ্ধার করে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।


আরও পড়ুন: গাজীপুরে জোরপূর্বক জমি দখলে বাধা আহত ৮


পানিতে ডুবে শিশুর মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিত। তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 


এমএল/