প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪


প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে।


রবিবার  (২২ সেপ্টেম্বর)  সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


আরও পড়ুন: এবারের দুর্গাপূজায়ও ৩ হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে


সরকারের সিদ্ধান্ত জানিয়ে মোখলেস উর রহমান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।


আরও পড়ুন: পাহাড়ের সহিংসতার ঘটনায় কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা


তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে।


জেবি/এসবি