১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে: নৌ উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৮ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২৪


১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে: নৌ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর-সাগর নয়, দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে।


রবিবার (২২ সেপ্টেম্বর) বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে


নৌ  উপদেষ্টা বলেছেন, ‌প্রকল্পগুলোতেই বেশি সমস্যা প্রতীয়মান হচ্ছে। অনেক প্রকল্প রয়েছে যা সাধারণ মানুষ জানেও না। তা ছাড়া কেনাকাটায়ও বেশ দুর্নীতি হয়েছে। প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।’


 তিনি আরও বলেন, ‘এমন মন্ত্রণালয় নেই যেখানে দুর্নীতি নেই। পাট মন্ত্রণালয় তো শেষ। আমরা চেষ্টা করছি বন্ধ থাকা পাটকলগুলো লিজ দিতে। অর্থনৈতিকভাবে চুরি-চামারি করে এ দেশে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই দুর্নীতি শতভাগ না পাড়লেও রোধ করতে হবে।’


আরও পড়ুন: ভারতে যে অনুরোধের পরিপ্রেক্ষিতে যাচ্ছে ইলিশ, জানালেন উপদেষ্টা ফরিদা



সাখাওয়াত হোসেন  বলেন, ‘পাহাড় অশান্ত থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাইহোক না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।’


এর আগে, এদিন  সকাল ১০টার দিকে একাডেমি ময়দানে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক, বরিশাল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, উপপুলিশ কমিশনার মোহম্মদ নজরুল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেবি/এসবি