‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে যুক্তরাষ্ট্র’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪


‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে। এমনটাই আশ্বস্ত করেছেন দেশটির ডেপুটি সেক্রেটারি অব স্টেট (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স) রিচার্ড ভার্মা।


সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে রিচার্ড ভার্মা এ আশ্বাস দেন।


আরও পড়ুন: অভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করলো সরকার


ওই বৈঠকে উভয়ই বাংলাদেশের আগামী দিনে উন্নয়নের লক্ষে করণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের এগিয়ে যাওয়ার উপায় নিয়েও আলোচনা করেছেন তারা। 


আরও পড়ুন: কেন নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না, জানাল নয়াদিল্লি


এছাড়া বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছেন রিচার্ড ভার্মা।


জেবি/এসবি