Logo

কেন নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না, জানাল নয়াদিল্লি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৯
182Shares
কেন নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না, জানাল নয়াদিল্লি
ছবি: সংগৃহীত

মোদি এই বৈঠক করতে রাজি ছিলেন না। এ বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

সফরসূচিতে গরমিল এবং সময়ের অভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়নি বলে জানিয়েছেন দিল্লির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 

স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মোদি এই বৈঠক করতে রাজি ছিলেন না। এ বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে কয়েক মিনিটের মধ্যে নিউইয়র্ক থেকে চলে যাচ্ছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখনও এখানে নেই, তাই এই উপলক্ষে কোনো বৈঠকের সম্ভাবনা নেই।

প্রধান উপদেষ্টার পরিবর্তে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকটিও হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দুজনের ব্যস্ত সময়ের কারণেই এই বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনডিটিভি বলছে, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য ৫৫ ঘণ্টার আমেরিকা সফরে গেছেন মোদি। যেখানে তার নানা ধরনের আয়োজনে যোগ দিতে হবে। অপরদিকে ট্রাম্প নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD