উজিরপুরে আশার উদ্যোগে গবাদী পশু পালনের উপর প্রশিক্ষণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪


উজিরপুরে আশার  উদ্যোগে গবাদী পশু পালনের উপর প্রশিক্ষণ
ছবি: প্রতিনিধি

মো. এমদাদুল কাসেম সেন্টু:  বরিশালের উজিরপুর উপজেলায় আশা এনজিওর  উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় আশার৩০ জন সদস্যদেরকে গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 


বুধারব (২৫ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: উজিরপুরে আশা উদ্যোগে গবাদি প্রানীর ভ্যাকসিনেশন কর্মসুচী অনুষ্ঠিত


এসময়  উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মওলা, আশার ঢাকা অফিসের এ্যাসিস্টেন্ট ডিরেক্টর ( লাইভ স্টক) মো. খোরশেদ আলম, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার, মো. হেজাজ হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিধান চন্দ্র সিকদার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মজিবুর রহমান। 


আরও পড়ুন: উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গনে দাসেরহাট-হানুয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির


প্রশিক্ষণ অনুষ্ঠানে কিভাবে পশুকে পরিচর্যা করেন, কি ধরণের খাবার খাওয়ান, পশুর চিকিৎসা করা, যত্ন নেয়াসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হয়।


জেবি/এসবি