Logo

উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গনে দাসেরহাট-হানুয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৭
36Shares
উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গনে  দাসেরহাট-হানুয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির
ছবি: সংগৃহীত

আর্থিক সহায়তার দাবিতে উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে আবেদন করা হয়েছে

বিজ্ঞাপন

মো. এমদাদুল কাসেম সেন্টু: বরিশালের  উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেলো দাসেরহাট-হানুয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির।

সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর বিকেলে মন্দিরটি ভাঙ্গনের  কবলে পরে এবং রাতে সম্পূর্ণ দেবে যায়। এতে করে হতাশ ও দুশ্চিন্তায় পড়ে হিন্দু ধর্মাবলম্বীরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ব্যপারে মন্দির কমিটির সভাপতি গৌতম দাস ও সাধারণ সম্পাদক সুমন দাস সাংবাদিকদের জানান, মন্দিরটি ২০০৬ সালে স্থাপিত হয়। ওই মন্দিরে প্রায় ৫ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী লোকজন তাদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তা আজ সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবলে পরে বিলীন হয়ে যায়। তাই আমরা আসন্ন পূজা উৎসব কিভাবে পালন করা হবে এ নিয়ে দুশ্চিন্তায় আছি। তবে মন্দির কমিটির পক্ষ থেকে মন্দির অনত্র নির্মাণ করার জন্য  আর্থিক সহায়তার দাবিতে উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আর্থিক সহায়তায় ও অনত্র মন্দির নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD