বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

নৌপরিবহন মন্ত্রণালয়ে নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করতে চাই উল্লেখ করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: কেউ উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: আইন উপদেষ্টা
নৌ উপদেষ্টা বলেন, “নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, জাহাজ চালাই।”
আরও পড়ুন: চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমার মতে অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই। তাদের অনুপস্থিতেই বিচার করা উচিত। ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো। হত্যার সব প্রমাণ আছে।”
গেল ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে ক্যাবিনেটে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌ-পরিবহন উপদেষ্টা।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

সোমবার রোহিঙ্গা সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

যে জরুরি বার্তা জারি করেছে পুলিশের হেডকোয়ার্টার
