নেপালে বন্যা-ভূমিধসে নিহত সংখ্যা বেড়ে ১৯৩


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪


নেপালে বন্যা-ভূমিধসে  নিহত সংখ্যা বেড়ে ১৯৩
ছবি: সংগৃহীত

নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে।


সোমবার (৩০ সেপ্টেম্বর) উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ৯১ জনের বেশি মানুষ। এখনও নিখোঁজ রয়েছে ৩১ জনের বেশি মানুষ। এই ভূমিধসের সময় কমপক্ষে  তিনটি বাস মাটির নীচে চাপা পড়ে। 


আরও পড়ুন: যে কারণে ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত


নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি গণমাধ্যমকে জানান, কাঠমান্ডুর দক্ষিণ অংশে একটি মহাসড়কে যানবাহনের ওপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার


দুই দশকের বেশি সময়ের মধ্যে নেপালে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কাঠমান্ডু ও আশপাশের এলাকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে কাঠমান্ডুর অনেক এলাকা প্লাবিত হয়। ভূমিধসের কারণে অনেক মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় পুরো দেশ থেকে কাঠমান্ডু সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।


জেবি/এসবি