Logo

এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৭
এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি
ছবি: সংগৃহীত

আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র সাত দিনে ১৪ হাজারের বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশটিতে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ১৮ হাজার ২০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও প্রত্যাবাসনের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৪৪২ জন আবাসন আইন, ৩ হাজার ৯৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮২৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েন।

এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৭৬২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অর্ধেকের বেশি ইথিওপিয়ার নাগরিক, বাকিদের বড় অংশ ইয়েমেনের।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১৪ হাজার ৪৫১ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহনে সহায়তার অভিযোগে ১১ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। সৌদি সরকার পুনরায় সতর্ক করে বলেছে, এ ধরনের সহায়তায় জড়িত থাকলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD