মেক্সিকোতে ফুটবল স্টেডিয়ামে বন্দুক হামলায় নিহত ১১

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকায় একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা রোববার (২৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সালামানকার মেয়র সিজার প্রিয়েতো জানান, ওই স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারী গ্যালারিতে ঢুকে দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়র প্রিয়েতো বলেন, “সালামানকা শহরে সম্প্রতি অপরাধের ঢেউ শুরু হয়েছে। বিভিন্ন গ্যাং সরকারি কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সাহায্য চাইছি।”
বিজ্ঞাপন
গুয়ানাজুয়াতোর স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গুয়ানাজুয়াতো প্রদেশ মেক্সিকোর সবচেয়ে সহিংস এলাকায় শামিল। এখানে সান্তা রোসা ডি লিমা এবং জ্যালিস্কো নিউজ জেনারেশন কার্টেল নামে দুটি শক্তিশালী গ্যাং আধিপত্য বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে সংঘাত চালাচ্ছে। যদিও সামগ্রিকভাবে মেক্সিকোতে হত্যার হার ২০২৫ সালে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৭.৫ জনে নেমেছে, যা ২০১৬ সালের পর থেকে সর্বনিম্ন।
বিজ্ঞাপন
সূত্র: এপি








