Logo

কর্নেল সোফিয়াকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৪২
কর্নেল সোফিয়াকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে ভারত
ছবি: সংগৃহীত

ভারতের সামরিক কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দেশের সামরিক বাহিনীতে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতির পদক পাচ্ছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে আজ (২৬ জানুয়ারি) তাকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হবে।

বিজ্ঞাপন

ভারতের সংবিধান ১৯৪৮ সালের এই দিনে কার্যকর হয়, যা থেকে প্রতিটি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।

কর্নেল সোফিয়া গত বছর সেনা অভিযানের সময় পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাতমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিক বৈঠকে প্রত্যেকটি পদক্ষেপ ব্যাখ্যা করেন। সেদিন তার সঙ্গে ছিলেন বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ।

বিজ্ঞাপন

১৯৭৪ সালে গুজরাটের বদোদরায় জন্ম নেওয়া কর্নেল সোফিয়া ১৯৯৭ সালে জৈবরসায়নে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি ভারতীয় সেনার সিগন্যাল কোরের শীর্ষ আধিকারিক, যেখানে সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযানে নেতৃত্ব দেন।

২০১৬ সালে তিনি প্রথমবারের মতো ভারতের বড় আন্তর্জাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব প্রদানকারী প্রথম মহিলা হন। সেই মহড়ায় অংশ নিত ১৮টি দেশ, যার মধ্যে জাপান, চিন, আমেরিকা ও রাশিয়া ছিল।

এছাড়া কর্নেল সোফিয়ার নাম সুপ্রিম কোর্টে মহিলাদের স্থায়ী কমিশনে নিয়োগ মামলা-এর সময় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল। ২০০৬ সালে তিনি কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিবাহিনীর সামরিক পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

এবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সামরিক বাহিনীতে বিশেষ অবদানের জন্য মোট ১৩৫ জনকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হচ্ছে। এছাড়া ৩০ জনকে পরম বিশিষ্ট সেবা পদক, চার জনকে উত্তম যুদ্ধ সেবা পদক, ৫৬ জনকে অতি বিশিষ্ট সেবা পদক, ৯ জনকে যুদ্ধ সেবা পদক, ৪৩ জনকে সেনা পদক, আটজনকে নৌসেনা পদক এবং ১৪ জনকে বায়ুসেনা পদক দেওয়া হবে।

সূত্র: দ্য হিন্দু

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD