Logo

বিক্ষোভের উসকানিদাতাদের ছাড় নয় : ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৩
বিক্ষোভের উসকানিদাতাদের ছাড় নয় : ইরান
ছবি: সংগৃহীত

ইরানে সম্প্রতি চলা ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে সন্ত্রাস, সশস্ত্র হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দেওয়াদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি এজেই।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) ইরানি সংবাদমাধ্যম মিজান অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জনগণ দাবি করছে যে, যারা দাঙ্গা, সন্ত্রাস ও সহিংসতায় উসকানি দিয়েছে— তাদের দ্রুত বিচার করা হোক এবং দোষী সাব্যস্ত হলে শাস্তি দেওয়া হোক। আমরা জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল।”

ইরানে বাধ্যতামূলক জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতিকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে এই আন্দোলন।

বিজ্ঞাপন

বিক্ষোভ দমন করতে ইরানি সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ, পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২,৪২৭ জনকে শহীদ এবং বাকি ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রধান বিচারপতি মোহসেনি এজেই আরও জানান, “যারা অস্ত্র হাতে নিয়েছে, মানুষ হত্যা করেছে, অগ্নিসংযোগ ও গণহত্যা করেছে— তাদের বিরুদ্ধে কোনো নমনীয়তা দেখানো হবে না। ইতোমধ্যে তাদের শনাক্তকরণ ও তদন্ত শুরু হয়েছে।”

বিজ্ঞাপন

বিচার ব্যবস্থা সর্বাত্মক ও কঠোরভাবে পরিচালিত হবে এবং উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের পদক্ষেপ অব্যাহত থাকবে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD