মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা সাংবাদিক মার্ক টালি আর নেই

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য খ্যাতি অর্জন করা বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রবিবার (২৫ জানুয়ারি) নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিবিসি হিন্দিতে প্রকাশিত খবরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মার্ক টালি ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন এবং ১৯৬৫ সালে ভারতের দিল্লিতে দায়িত্ব নেন। তিনি মূলত বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংবাদ সংগ্রহে সক্রিয় ছিলেন।
বিজ্ঞাপন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে এপ্রিলের শেষ সপ্তাহে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে পৌঁছান। এটি ছিল পাকিস্তানি সরকারের অনুমোদিত মাত্র দু’জন সাংবাদিকের মধ্যে একমাত্র সুযোগ। সেই সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী যান।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতার জন্য বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাঁকে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিবিসি থেকে অবসরের পর মার্ক টালি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করে যান।








