ভারতে বিশ্বনবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪


ভারতে বিশ্বনবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তি ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে রংপুরের কাউনিয়া তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


ভারতের পুরোহিত রামগীরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ রানে কর্তৃক বিশ্ব নবী (সা.) এর অবমাননা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বরুয়ারহাট কেরামতিয়া কামিল (এম এ) মাদ্রাসার ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, বরুয়ারহাট মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা সামনে এসে শেষ হয়।


আরও পড়ুন: কাউনিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে


পরে মাদ্রাসা চত্তরে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন মাও. শায়েখ রাফিউল ফরহাদ বিন মাহমুদ, আব্দুল রাজ্জাক, ছাত্র মামুন মিয়া, আশিকুর রহমান, রেজাউল ইসলাম প্রমূখ।


বক্তাগণ বলেন, রসুল (সা.) কে মানা অথবা না মানার স্বাধীনতা আছে। তবে অবমাননা করার অধিকার কারো নেই। বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) এর অবমাননাকারীর শাস্তি দাবি ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে আজ এই বিক্ষোভ মিছিল। আমরা বিশ্ব নেতাদের প্রতি এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি।


এমএল/