ইসরায়েলে হামলা শুরুর পর পর তেহরানে আনন্দ উৎসব


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪


ইসরায়েলে হামলা শুরুর পর পর তেহরানে আনন্দ উৎসব
ছবি: সংগৃহীত

ইসরায়েলের আকাশে  ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ইরান এবং হিজবুল্লাহর পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। 


মঙ্গলবার (০২ অক্টোবর) ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয়। 


আরও পড়ুন: হিজবুল্লাহ ও লেবাননকে সাহায্য করা মুসলমানদের জন্য ফরজ: খামেনি


ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রায় ২০০টি মিসাইল ছুড়েছে ইরান। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড। 


তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে। 


শনিবার ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। 


আরও পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত সংখ্যা বেড়ে ১৯৩


গতকাল ইরান যে হামলা চালিয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান। যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে।


আরএক্স/