Logo

হিজবুল্লাহ ও লেবাননকে সাহায্য করা মুসলমানদের জন্য ফরজ: খামেনি

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৪, ০৬:০৫
48Shares
হিজবুল্লাহ ও লেবাননকে সাহায্য করা মুসলমানদের জন্য ফরজ: খামেনি
ছবি: সংগৃহীত

তবে ইসরাইল কখনোই হিজবুল্লাহর সুদৃঢ় কাঠামোর ওপর আঘাত হানতে সক্ষম হবে না।”

বিজ্ঞাপন

লেবাননের সাম্প্রতিক সংকট নিয়ে এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি । বিবৃতিতে ইসরাইলি হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বের জন্য হিজবুল্লাহ ও লেবাননকে সাহায্য করা ফরজ বলে ঘোষণা করেছেন তিনি।

খামেনি বলেন, “ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হত্যাযজ্ঞ তাদের বর্বর ও নৃশংস চরিত্রকে আবারো প্রমাণ করেছে। গাজায় তাদের আগের অপরাধযজ্ঞ থেকে কোনো শিক্ষা না নিয়ে, তারা এবার লেবাননে একই ভুল পুনরায় করছে। তবে ইসরাইল কখনোই হিজবুল্লাহর সুদৃঢ় কাঠামোর ওপর আঘাত হানতে সক্ষম হবে না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতা ও গৌরবের প্রতীক। একসময় যারা লেবাননের মাটিতে নিজেদের শক্তি প্রদর্শন করেছিল, সেই দখলদার ইসরাইলিদের পা কেটে দেয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহ লেবাননকে মুক্ত করেছে। আজও তারা প্রতিরোধের অগ্রভাগে দাঁড়িয়ে আছে।”

বিজ্ঞাপন

আয়াতুল্লাহ খামেনি উল্লেখ করেন, “লেবানন ও হিজবুল্লাহর পাশে দাঁড়ানো এবং তাদেরকে সাহায্য করা সব মুসলমানের জন্য একটি ধর্মীয় কর্তব্য। তিনি বলেন, এখানে প্রতিটি মুসলমানের জন্য ফরজ হলো হিজবুল্লাহ এবং লেবাননের প্রতিরোধ বাহিনীগুলোকে সমর্থন করা, যাতে তারা ইসরাইলের মতো দখলদার, জালিম ও নিষ্ঠুর শাসকদের বিরুদ্ধে সফল হতে পারে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD