হিজবুল্লাহর উপপ্রধানকে হত্যা, দাবি ইসরায়েলের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪


হিজবুল্লাহর উপপ্রধানকে হত্যা, দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি ।


রবিবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি  সামরিক বাহিনী এক্স-এ একটি পোস্টে এ দাবি করেছে।


ইসরায়েলি বাহিনী বলেছে, “তারা শীর্ষস্থানীয় হিজবুল্লাহ নেতা নাবিল কাউককে হত্যা করেছে। তিনি সংগঠনের অবশিষ্ট কয়েকজন সিনিয়র নেতাদের একজন। কাউক হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান ছিলেন।”


আরও পড়ুন: নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছে: ইরানি প্রেসিডেন্ট


কাউক হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিতদের মধ্যে একজন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।


আরও পড়ুন: নাসরুল্লাহর মৃত্যুতে খবরে খামেনিকে সরানো হলো নিরাপদ স্থানে


ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কয়েক জন শীর্ষনেতা নিহত হয়েছে এরপর এখন সংগঠনের নেতৃত্ব দেবে তা বাছাই করার পথ সংকুচিত হচ্ছে। 

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দীন তালিকায় এক নম্বরে রয়েছেন। সংগঠনটির সহ-মহাসচিব নাঈম কাসেমও এই দৌড়ে রয়েছেন বলে জানা গেছে।


জেবি/এসবি