বিয়ে করলে ১৬ লাখ টাকা দিবে আরব আমিরাত, সন্তান হলেই দ্বিগুণ

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত নিজ দেশের নাগরিকদের পরিবার গঠনে উৎসাহ দিতে ব্যতিক্রমধর্মী আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ। নতুন ঘোষণায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে এককালীন ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত নিজ দেশের নাগরিকদের পরিবার গঠনে উৎসাহ দিতে ব্যতিক্রমধর্মী আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ। নতুন ঘোষণায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে এককালীন ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।
শুধু বিয়েতেই নয়, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির ঘরে সন্তান আসে, তবে এই সহায়তার অঙ্ক দ্বিগুণ করা হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী মোট ১ লাখ দিরহাম, অর্থাৎ প্রায় ৩২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
বিজ্ঞাপন
আল হাবতুর গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খালাফ আল হাবতুর ব্যক্তিগত উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাঁর মতে, পরিবার গঠন কেবল ব্যক্তিগত জীবনের বিষয় নয়, বরং এটি সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর বলেন, বিবাহ ও সুদৃঢ় পরিবার একটি শক্তিশালী সমাজ ও জাতি গঠনের মূল ভিত্তি। পরিবার টিকে থাকলেই কমিউনিটি শক্তিশালী হয় এবং দেশের সামাজিক কাঠামো সুসংহত থাকে।
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত সরকার দীর্ঘদিন ধরে তরুণদের পারিবারিক জীবনে উৎসাহিত করতে নানা ধরনের সহায়তা ও নীতিগত উদ্যোগ গ্রহণ করে আসছে। তবে কেবল রাষ্ট্রীয় উদ্যোগের ওপর নির্ভর না থেকে বেসরকারি খাতকেও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে তিনি মনে করেন। সেই চিন্তা থেকেই চলতি বছর থেকে আল হাবতুর গ্রুপ তাদের আমিরাতি কর্মীদের জন্য এই বিশেষ আর্থিক সহায়তা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ধাপে ধাপে ইন্টারনেট সচল করছে ইরান
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখে পৌঁছেছে। তবে এই বিপুল জনসংখ্যার মধ্যে স্থানীয় আমিরাতি নাগরিকের হার মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। জনসংখ্যার এই বৈষম্য কমানো এবং দেশীয় নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে ফেডারেল ও স্থানীয় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, আল হাবতুর গ্রুপের এই উদ্যোগ সরকারি প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে এবং বেসরকারি খাতকে সামাজিক দায়বদ্ধতায় আরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এটি আমিরাতি তরুণদের বিবাহ ও পরিবার গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: খালিজ টাইমস








