Logo

বিপিএলে শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৪, ০৬:২৪
30Shares
বিপিএলে শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ প্রমুখ।

বিজ্ঞাপন

দেশের শীর্ষ নায়ক শাকিব খান আসন্ন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) একটি দল কিনেছেন। এ অভিনেতার কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের হয়ে কেনা এ টিমের নাম “ঢাকা ক্যাপিটালস”। আসছে ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর রিমার্ক হারল্যানের হেড অফিসে “ঢাকা ক্যাপিটালস” টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন এ সুপারস্টার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাকিব খান, “আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD