Logo

কলকাতার সিনেমায় অপূর্ব

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৪, ০১:৫০
39Shares
কলকাতার সিনেমায় অপূর্ব
ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে বড় দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে অপূর্বর ‘চালচিত্র’।

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ইতোমধ্যে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর পা রাখেন বড় পর্দায়।  এবার জানা গেল, শীঘ্রই  কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। প্রায় ৮ বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন অপূর্ব।

ছবির নাম ‘চালচিত্র’। এটি বানাবেন প্রতিম ডি গুপ্ত। এ সিনেমার মাধ্যমেই কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে অপূর্বর।

বিজ্ঞাপন

জানা গেছে, সিনেমায় এক রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও ৪ জন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পরিচালক প্রতিম ডি গুপ্ত গণমাধ্যমে বলেন, “শহরে পর পর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছর পুরনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা।”

বিজ্ঞাপন

এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। সবকিছু ঠিক থাকলে বড় দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে অপূর্বর ‘চালচিত্র’।

বিজ্ঞাপন

এর আগে, আশিকুর রহমান নির্মিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমায় অভিনয় করেছিলেন অপূর্ব। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিল তার প্রথম সিনেমা। এবার দ্বিতীয় সিনেমা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অভিনেতার ভক্তরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD