ওমরা পালন করতে সৌদি আরবে গেলেন মারিয়া মিম

বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সৌদি আরবে ওমরা পালন করতে পৌঁছেছেন। গতকাল (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মারিয়া মিম পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দাওয়াত এসে পৌঁছেছে। আল্লাহ আমাকে তার ঘরে ডেকেছেন।” পোস্টে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন #উমরাহ২০২৬ ও #লাব্বাইকাল্লাহুম্মালব্বাই। প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন।
বাংলাদেশে পরিচিতি থাকা সত্ত্বেও মারিয়া মিম স্পেনের নাগরিক। ব্যক্তিজীবনে তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। ২০১২ সালে তাদের বিয়ে হয় এবং পরের বছর তাদের একমাত্র পুত্রসন্তান আরশ হোসেন জন্মগ্রহণ করে। তবে ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয়।
আরও পড়ুন: আজীবন নায়িকাই থাকতে চান আশনা হাবিব ভাবনা
বিজ্ঞাপন
বিচ্ছেদের পর থেকে মারিয়া মিম একাই জীবন যাপন করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ছবি ও নানা মুহূর্ত শেয়ার করে আসছেন। এই ধর্মীয় সফর বিশেষভাবে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে।
শোবিজ অঙ্গনের একজন পরিচিত মুখের এমন ধর্মীয় যাত্রা অনেকের কাছে উদ্দীপক বার্তা বহন করছে। সামাজিক মাধ্যমে তার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছে অনেকেই।








