Logo

আজীবন নায়িকাই থাকতে চান আশনা হাবিব ভাবনা

profile picture
বিনোদন ডেস্ক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৮
আজীবন নায়িকাই থাকতে চান আশনা হাবিব ভাবনা
ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কন ও লেখালেখির মাধ্যমেও নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমা—দুই মাধ্যমেই বর্তমানে তার একাধিক কাজ রয়েছে, যেখানে তিনি মূল চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও কেন্দ্রীয় চরিত্রেই কাজ করার আগ্রহ তার।

বিজ্ঞাপন

ভাবনা বলেন, দেশের চলচ্চিত্রে নারীকেন্দ্রিক গল্প তুলনামূলকভাবে কম নির্মিত হয়। তাই এমন চরিত্রে কাজ করার সুযোগকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। তার ভাষ্য, সিনেমায় কাজ করলে তিনি নায়িকা হিসেবেই কাজ করতে চান। অভিনয়জীবনে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার ইচ্ছার কথাও জানান তিনি।

সহশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, কোনো চরিত্রকে ছোট করে দেখার সুযোগ নেই। তবে একবার পার্শ্বচরিত্রে অভিনয় করলে শিল্পীদের সেই ধরনের চরিত্রেই বেশি ডাক পড়ার প্রবণতা রয়েছে বলে তার অভিমত। কাজ বাছাইয়ের ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন ভাবনা। এতে তার সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা সুমন ধর।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD