ঢাকার প্রেক্ষাগৃহে বিশেষ সপ্তাহে চলছে সালমান শাহের তিনটি সিনেমা

বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তিন দশক আগে না ফেরার দেশে চলে গেলেও তার জনপ্রিয়তা আজও অটুট। বছরের বিভিন্ন সময় সিনেমা হলে এখনও তার অভিনীত ছবি দেখানো হয়। এবার পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাজ আয়োজন করেছে ‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক বিশেষ সপ্তাহ। এই সপ্তাহে প্রদর্শিত হচ্ছে তার তিনটি ছবি— ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ এবং ‘সত্যের মৃত্যু নেই’।
বিজ্ঞাপন
প্রতিটি ছবির দৈনিক দুটি করে শো চলবে। আয়োজন শুরু হয়েছে শুক্রবার থেকে এবং চলবে আসন্ন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত।
‘স্বপ্নের পৃথিবী’ ১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায়। পরিচালনা করেছেন শিবলি সাদিক, কাহিনি লিখেছেন ফেরদৌস, এবং চিত্রনাট্য করেছেন শিবলি সাদিক। প্রযোজনা করেছে আশা প্রডাকশনস লিমিটেড। ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সালমান শাহ ও মৌসুমী। এছাড়া অভিনয় করেছেন আনোয়ারা, রাজিব প্রমুখ।
আরও পড়ুন: বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি
বিজ্ঞাপন
রোমান্টিক গল্পের ‘অন্তরে অন্তরে’ ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়। পরিচালনা করেছেন বাদল খন্দকার, কাহিনি ও সংলাপ রচনা করেছেন জোসেফ শতাব্দী ও হেনরি আমিন। নায়িকা হিসেবে অভিনয় করেছেন শাবনূর, অন্যদের মধ্যে রয়েছেন ববিতা, রাজীব, রাইসুল ইসলাম আসাদ, দিলদার, অমল বোস।
‘সত্যের মৃত্যু নেই’ ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পায়। পরিচালনা করেছেন ছটকু আহমেদ, চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাহনাজ, এছাড়া অভিনয় করেছেন আলমগীর, শাবানা, রাইসুল ইসলাম আসাদ, রাজীব ও ডন।
বিজ্ঞাপন
লায়ন সিনেমাজ কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানান, “কিছু নায়ক সিনেমায় আসেন, কিছু নায়ক পুরো চিত্রজগৎকে বদলে দেন। সালমান শাহ তেমনই এক তারকা। তার নাম হয়ে উঠেছিল একটি প্রজন্মের অনুভূতি। তার বিদায় আজও লাখ লাখ সিনেমাপ্রেমীকে কাঁদায়। লায়ন সিনেমাজে আবারও তার ছবি দেখার সুযোগ এসেছে।”
উল্লেখ্য, এ বিশেষ সপ্তাহে সালমান শাহের ছবির পাশাপাশি সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ও প্রদর্শিত হচ্ছে।








