৪০ কোটি রুপির বিজ্ঞাপনেও ‘না’ বললেন সুনীল শেঠি

বলিউডে তারকাদের দিয়ে তামাক, অ্যালকোহল বা পানমশলার বিজ্ঞাপন করানো নতুন কিছু নয়। মোটা পারিশ্রমিকের প্রলোভনেও অনেকেই রাজি হন। তবে এই প্রথার বাইরে দাঁড়িয়েছেন অভিনেতা সুনীল শেঠি।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় ৪০ কোটি রুপির একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। অর্থের চেয়ে নিজের নীতি এবং সন্তানদের ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
আরও পড়ুন: বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি
সুনীল শেঠি বলেন, “আমার শরীরই আমাকে সুনীল শেঠি বানিয়েছে এবং চলচ্চিত্র জগতে জায়গা দিয়েছে। এটাকে সম্মান না করলে নিজের সঙ্গে অবিচার হবে। আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাচ্ছি, সেটাও বিবেচনা করতে হয়।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “যদিও আমি এখন বক্স অফিসে আগের মতো প্রাসঙ্গিক নই, তবুও ১৭-২০ বছর বয়সীরা আমাকে সম্মান দেয়। আমাকে ৪০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি ভাবলাম, এমন কিছু করা উচিত নয় যা আমার সন্তানদের ওপর খারাপ প্রভাব ফেলবে। তাই সরাসরি ‘না’ বলেছি।”
অভিনেতার দাবি, প্রস্তাব প্রত্যাখ্যানের পর আর কেউ এই ধরনের বিজ্ঞাপনের জন্য তাঁর কাছে আগ্রহ দেখায়নি।
বিজ্ঞাপন
বলিউডে তামাক ও পানমশলার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক বহুদিনের। এর আগে অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমারের মতো তারকাদের এমন বিজ্ঞাপনে অংশগ্রহণে সমালোচনা ও আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। সেই প্রেক্ষাপটে সুনীল শেঠির নীতি এবং দৃষ্টান্ত অনেকের কাছে ইতিবাচক উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।








