২৭ বছর পর মিল্টন খন্দকারের গানে কণ্ঠ দিলেন আঁখি আলমগীর

প্রায় তিন দশক পর আবারও মিল্টন খন্দকারের লেখা ও সুরের সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ২৭ বছর আগে ‘আসামি বধূ’ সিনেমার ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ গানটি প্লেব্যাক করেছিলেন তিনি, সুর করেছিলেন প্রয়াত আলম খান।
বিজ্ঞাপন
দীর্ঘ সময়ের অপেক্ষা কাটিয়ে এবার দুজনে একসঙ্গে রেকর্ড করেছেন নতুন গান ‘জোড়া শালিক’। গানটি তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’-এর জন্য। সম্প্রতি অনুষ্ঠান শুটিংয়ে অংশ নিয়ে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন মিল্টন খন্দকার ও আঁখি আলমগীর।
আরও পড়ুন: বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি
মিল্টন খন্দকার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “এত দিন আঁখিকে দেখলে বলতাম, তোমার সঙ্গে গানের কাজ বাকি! এবার সে মুহূর্ত এসেছে। আঁখি আমার লেখা ও সুরে গান গেয়ে আমার মরা গানে প্রাণ ভরে দিয়েছে। মনে হলো, আমি একটি অসাধারণ গান করেছি।”
বিজ্ঞাপন
অন্যদিকে আঁখি আলমগীর বলেন, “মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে গান গাইতে পেরে খুব আনন্দিত। এটি কোনো পুরনো গান নয়, বরং ভীষণ নতুন ও তরতাজা।”
আরও পড়ুন: বাবার মৃত্যুতে শোকাহত চিত্রনায়ক মেহেদী
সূত্রের খবর অনুযায়ী, নতুন গানটি খুব শিগগিরই বিটিভি পর্দায় দর্শক-শ্রোতাদের জন্য উপস্থাপিত হবে।








