বাবার মৃত্যুতে শোকাহত চিত্রনায়ক মেহেদী

ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত চিত্রনায়ক মেহেদীর জীবনে নেমে এসেছে গভীর শোক। তার বাবা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিত্রনায়ক মেহেদীর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
বিজ্ঞাপন
বাবার মৃত্যু প্রসঙ্গে দোয়া চেয়ে মেহেদী বলেন, “বার্ধক্যজনিত বিভিন্ন রোগে বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।”
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
কাজের ক্ষেত্রে, মেহেদীর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বুলেট বাবু’। এছাড়া গত বছরের শেষ দিকে তিনি আরও একটি সিনেমায় অভিনয় করেছেন, যা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শৈশবেই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মেহেদী। শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের পর ‘পাগল মন’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে ঢাকাই চলচ্চিত্রে একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন।








