Logo

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে, হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

profile picture
বিনোদন ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৩:২২
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে, হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগে কলকাতার আনন্দপুর থানায় মামলা রুজু হয়েছে অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ওরফে হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

একই মামলায় তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তাদের কন্যা নিয়াসা চট্টোপাধ্যায়।

অভিযোগপত্রে অনিন্দিতার দাবি, ২০০০ সালে বিয়ের পর তাদের মধ্যে কখনোই আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। সেই অবস্থাতেই হিরণ দ্বিতীয়বার বিয়ে করেছেন, যা আইনত অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিয়ের ছবি ও পোস্ট থেকেই তিনি বিষয়টি জানতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন, এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে সংক্রান্ত ধারা (বিগ্যামি) এবং অপরাধে সহায়তার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এসব অভিযোগ জামিন অযোগ্য ধারার আওতায় পড়েছে বলেও জানা গেছে।

অনিন্দিতা আরও অভিযোগ করেন, বিয়ের পর দীর্ঘ সময় ধরে তিনি ও তার মেয়ে মানসিক, শারীরিক এবং আর্থিক চাপের মধ্যে ছিলেন। এই পরিস্থিতির মধ্যেই সামাজিক মাধ্যমে হিরণের দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে তিনি আইনের দ্বারস্থ হন।

সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেই ছবি ও পোস্ট মুছে ফেলা হয় বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। বিষয়টি ঘিরে বিতর্ক আরও তীব্র হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার পর অনিন্দিতা প্রকাশ্যে জানান, যেহেতু তাদের মধ্যে কোনো আইনি বিচ্ছেদ হয়নি, তাই হিরণের দ্বিতীয় বিয়েকে তিনি স্পষ্টভাবে “আইনবিরুদ্ধ” বলে মনে করছেন।

এদিকে, এই অভিযোগ ও মামলার বিষয়ে হিরণ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য দেননি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD