শুটিং ফেলে আসার পর ‘প্রিন্স’ নিয়ে শাকিব খানের নতুন বার্তা!

দেশের বিনোদন অঙ্গনে নতুন খবর ফেলে দিয়েছেন মেগাস্টার শাকিব খান। মাত্র ২৪ ঘণ্টার সফরে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে বৃহস্পতিবার কক্সবাজারে ছুটে আসেন নায়ক। পরদিনই তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন বার্তা দেন, যা ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
শুক্রবার দুপুরে শাকিব তার ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফেরা, সাথে আছে আমার #PRINCE।”
এর মাধ্যমে বোঝা যাচ্ছে, ছোট বিরতির পরও তিনি কাজের ব্যস্ততায় ফেরেছেন, আর তার এ ব্যস্ততা মূলত নির্মাণাধীন মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমার সঙ্গে সম্পর্কিত।
বিজ্ঞাপন
আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার শুটিং নিয়ে শাকিব খান শ্রীলঙ্কায় ব্যস্ত ছিলেন। তবে বৃহস্পতিবার সকালে ঢাকার বিমানবন্দর থেকে তিনি হঠাৎ ব্যক্তিগত হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।
সামাজিক মাধ্যমে তার আগমন ও ফুল দিয়ে বরণ গ্রহণের ভিডিও ভাইরাল হয়। এতে ভক্তদের মনে কৌতূহল জাগে—নতুন কোনো চমক কিংবা পরিকল্পনা কি চলছে। পরে জানা যায়, শাকিব একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ ইভেন্টে অংশ নেয়ার জন্যই এই সংক্ষিপ্ত সফর করেছিলেন।
বিজ্ঞাপন
ভক্তরা মনে করছেন, শাকিব খানের এই পোস্ট এবং আকস্মিক সফর তার পেশাদারিত্বের প্রকাশ মাত্র। একই সঙ্গে এটি তার নতুন সিনেমা ‘প্রিন্স’ এবং কাজের প্রতি তার উৎসাহকে আরও প্রমাণ করে।








