মারা গেলেন সংগীতশিল্পী অভিজিৎ মজুমদার

সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সংগীত পরিচালক ও গীতিকার অভিজিৎ মজুমদার আর নেই। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
বিজ্ঞাপন
পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই সুরকার। গত বছরের সেপ্টেম্বর মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গেলে তাকে ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)-এ ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, কোমা থেকে আংশিক সেরে উঠলেও তার শারীরিক অবস্থায় একাধিক জটিলতা দেখা দেয়। স্নায়ুজনিত সমস্যা, নিউমোনিয়া, লিভার-সংক্রান্ত জটিলতা, রক্তজনিত অসুবিধা এবং তীব্র পুষ্টিহীনতায় ক্রমশ দুর্বল হয়ে পড়েন তিনি।
বিজ্ঞাপন
গত নভেম্বর মাসে অবস্থার সামান্য উন্নতি হলে তাকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ও বিবেচনা করছিলেন। তবে ব্যক্তিগত কারণে তখন হাসপাতাল ত্যাগ করা সম্ভব হয়নি তার।
এরপর ২৩ জানুয়ারি আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত জটিলতা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
অভিজিৎ মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছেন উড়িষ্যার সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। শোকবার্তায় তিনি বলেন, উড়িয়া সংগীতজগতে এই সংগীত পরিচালকের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিজ্ঞাপন
অভিজিৎ মজুমদারের প্রয়াণে উড়িয়া সংগীতাঙ্গনে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। তার সুর ও গানের মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে যে জায়গা করে নিয়েছিলেন, তা দীর্ঘদিন স্মরণে থাকবে।








