সাগরপাড়ে বোল্ড লুকে হাজির ইয়ামিন হক ববি

চলচ্চিত্রের খবরে কিছুটা অনুপস্থিত থাকলেও সামাজিক মাধ্যমে সরব রয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী ইয়ামিন হক ববি। ব্যক্তিজীবন নিয়েও দীর্ঘ সময় আলোচনার বাইরে থাকলেও গত বছরের শেষ দিকে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জন ঘিরে আবারও আলোচনায় আসেন তিনি।
বিজ্ঞাপন
প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। এ সময় একটি কথিত কল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়। তবে ববির দাবি, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তার কল রেকর্ড প্রকাশ করা হয়েছে।
চলচ্চিত্রে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি রয়েছে এই অভিনেত্রীর। ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকেন তিনি। লেখালেখি কম করলেও তার পোস্ট ঘিরে অনুসারীদের আগ্রহ চোখে পড়ে।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাগরপাড়ে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছেন ববি। সেখানে তাকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বোল্ড লুকে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ সমালোচনা করেছেন, আবার অনেকেই তার লুক ও উপস্থাপনার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। অল্প সময়েই তিনি জনপ্রিয় নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।








