‘যতবার হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ’

চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে তিনি ভক্তদের নজর কাড়েন। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া ছবিগুলোতে অপুর ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, “আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ”।
কেবল ছবিই নয়, ভক্তদের নজর কাড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনও। তিনি লিখেছেন, “নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।” এই পোস্টটিতে বর্তমানে ২৩ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।
বিজ্ঞাপন
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সামনের সিনেমা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: ‘দুর্বার’ – পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ, সহশিল্পী সজল। ‘সিক্রেট’ – পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস, সহশিল্পী আদর আজাদ।
অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব।








