Logo

‘এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৩:৩৭
‘এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে’
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং, ট্রোলিং এবং ভুয়া কনটেন্ট ছড়িয়ে অপপ্রচার। এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে মিথ্যা ভিডিও তৈরি করে ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার প্রবণতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য ও ট্রোলিং এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন বিষয়গুলো এড়িয়ে গেলেও সহকর্মী ও সাংবাদিকদের পরামর্শে তিনি এবার আইনি পদক্ষেপের বিষয়টি গুরুত্বসহকারে ভাবছেন। তার মতে, নীরব থাকলে অপপ্রচার আরও বাড়ার সুযোগ পায়।

তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় ভিউ ও অর্থ আয়ের প্রতিযোগিতার কারণে অনেকেই ইচ্ছাকৃতভাবে নেতিবাচকতা ছড়াচ্ছেন। মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ালে দ্রুত মনোযোগ পাওয়া যায়—এই প্রবণতাই সমস্যাকে বাড়িয়ে তুলছে। বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত বা মনগড়া ভিডিও তৈরি করাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

নারীদের দ্বারা নারীদের ট্রোল করার প্রবণতাও তাকে হতাশ করেছে বলে জানান বুবলী। তার মতে, এ ধরনের আচরণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং পারস্পরিক সম্মানবোধকে ক্ষতিগ্রস্ত করে।

এ ছাড়া বিদেশে অবস্থান করে দেশের শিল্পীদের নিয়ে অপপ্রচার চালানোর বিষয়েও তিনি আপত্তি জানান। বুবলীর ভাষ্য, শিল্পীদের হেয় করা মানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। তাই সাইবার অপরাধসংক্রান্ত আইনের আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই অভিনেত্রী।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD