Logo

অভিনয় ঠিকঠাক করলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না: স্বস্তিকা মুখার্জি

profile picture
বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৭
অভিনয় ঠিকঠাক করলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না: স্বস্তিকা মুখার্জি
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি ইন্ডাস্ট্রির বাস্তবতা ও নিজের ক্যারিয়ারের আক্ষেপ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, যদি অভিনয় নিখুঁত হয়, তবে জনপ্রিয়তা বা অন্য কোনো বাহ্যিক সমীকরণের প্রয়োজন পড়ে না।

বিজ্ঞাপন

নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও এই বর্তমান প্রজেক্টটি স্বস্তিকার কাছে বিশেষ। তিনি জানিয়েছেন, “দুঃখজনক হলেও সত্যি, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে কখনও ভাবেননি। আমি যে কথার কথা বলি না, তা হয়তো এতদিনে সবাই বুঝে গিয়েছেন।”

বর্তমান সময়ে কাস্টিং প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা অনেক সময় অভিনয়ের চেয়ে বেশি প্রভাব ফেলছে। এই প্রবণতার বিরুদ্ধে স্বস্তিকা স্পষ্ট। তিনি জানান, “আমি পরিচালক অভিরূপকে শর্ত দিয়েছিলাম, যদি চরিত্র বাছাইয়ে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা বিবেচনা করা হয়, তবে আমি কাজ করব না।”

বিজ্ঞাপন

স্বস্তিকা আরও বলেন, “অভিনয় ঠিকঠাক করলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আমার ধারণা, ওরা সেটা বুঝতে পেরেছে। যদি আমার কাছ থেকে কেউ মাটিতে পা রেখে চলার শিক্ষা নিতে পারে, সেটাই বড় পাওয়া।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD