এইচএসসির ফল প্রকাশ হবে কবে, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ৩রা অক্টোবর ২০২৪

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে। এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ নিয়ে নতুন করে যা জনা গেল
তিনি বলেন, “আগামী ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে যেকোনও দিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় যে দিন দির্ধারণ করবে সেই দিনই ফল প্রকাশ করা হবে।”
জেবি/এসবি