Logo

স্বামী লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন তনি

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৪, ০৬:৫৭
296Shares
স্বামী লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন তনি
ছবি: সংগৃহীত

চিকিৎসকরা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে

বিজ্ঞাপন

আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়ার সেনসেশন রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাতাৎ হোসাইন অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি আছেন। 

শনিবার (৫ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তনি লিখেছেন, “আমার হাসব্যান্ডের আপডেট- এখনও তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, চিকিৎসকরা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “আমি হাসপাতালে আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে। সারফারাজ কিছুই বোঝে না ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।

আরও পড়ুন: ‘ফার্মগেট’-এ সামিরা খান মাহি

বিজ্ঞাপন

সর্বশেষে তনি বলেন, “আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, সবাই আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।”

বিজ্ঞাপন

আরও পড়ুন: হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার নামে মামলা

প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। তাদের স্বামী-স্ত্রীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে  সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা গণমাধ্যমে। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD