দুর্গা পূজায় ৮ দিনের ছুটিতে যাচ্ছে কুবি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৪
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ অক্টোবর) ছুটি থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। তবে খোলা থাকবে আবাসিক হলগুলো।
সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার ছুটির বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: কুবির প্রশাসনে নতুন ৭ জন শিক্ষক
তিনি বলেন, 'আগামী ৮ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত দূর্গাপূজা এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৬ অক্টোবর) থেকে পুনরায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।'
এমএল/