Logo

কুড়িগ্রামে পুত্রবধূর মৃত্যু খবরে শুনে শ্বাশুড়ির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৪, ০৬:৫৮
45Shares
কুড়িগ্রামে পুত্রবধূর মৃত্যু খবরে শুনে শ্বাশুড়ির মৃত্যু
ছবি: সংগৃহীত

রোগাক্রান্ত শ্বাশুড়ি আলো বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন

বিজ্ঞাপন

কুড়িগ্রামের রাজারহাটে ছেলে বৌ ময়না বেগমের মৃত্যুর খবরে শুনে শ্বাশুড়ি আলো বেগম মৃত্যুবরণ করেন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের বাসিন্দা মৃত আউয়াল বকশি পরিবারে। শ্বাশুড়ি আলো বেগম (৮৫) মৃত আউয়াল বকশির স্ত্রী ও ছেলে জাহাঙ্গীর হোসেন বকশির স্ত্রী ময়না বেগম (৫০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেশীরা জানান, জাহাঙ্গীর হোসেন বকশির স্ত্রী ময়না বেগম অসুস্থ হলে সোমবার (৭ অক্টোবর) বিকালে পরিবারের লোকজন চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বৌয়ের মৃত্যু খবর জানতে পেয়ে মৃত্যুবরণ করেন বার্ধক্যজনিত রোগাক্রান্ত শ্বাশুড়ি আলো বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

একই সঙ্গে একইদিনে বৌ-শ্বাশুড়ির মৃত্যুতে শোকের মাতম নেমে আসে পরিবার ও এলাকাজুড়ে। সকাল ১১ ঘটিকায় ময়না বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে এবং বিকাল ৪ ঘটিকায় শ্বাশুড়ি আলো বেগমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নিহতদ্বয়ের পরিবার।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD