দুর্গাপূজায় বিশৃঙ্খলা ঠেকাতে নিয়ন্ত্রণকক্ষ চালু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৪


দুর্গাপূজায় বিশৃঙ্খলা ঠেকাতে নিয়ন্ত্রণকক্ষ চালু
ছবি: সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বিঘ্ন ঘটলে নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


বুধবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: হাতবদল ও চাঁদাবাজির জন্য ডিমের দাম বেড়েছে: মৎস্য উপদেষ্টা


এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ চালু হয়েছে।


চিঠিতে আরও বলা হয়, পূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণকক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে অবহিত করা যাবে। এ ছাড়া বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে।


আরও পড়ুন: পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই শিল্পীরা মণ্ডপে যান


প্রসঙ্গত, দুর্গাপূজা ঘিরে সারা দেশের পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব রোববার (১৩ অক্টোবর) বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।


এমএল/