কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শনে ব্যারিস্টার রবিউল আলম সৈকত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪


কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শনে ব্যারিস্টার রবিউল আলম সৈকত
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন হচ্ছে।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার রবিউল আলম সৈকত। 


শুক্রবার (১১ অক্টোবর) অষ্টমীর রাতে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন ব্যারিস্টার রবিউল আলম সৈকত। 


আরও পড়ুন: কুড়িগ্রামে পুত্রবধূর মৃত্যু খবরে শুনে শ্বাশুড়ির মৃত্যু


এসময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা বিএনপি'র সহ-সভাপতি নজরুল ইসলাম, রাজারহাট উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী শিকদার, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রায়হানুল কবির কানন, যুবদল নেতা তারেক রহমান, যুবদল নেতা নুর আহসান হাবিব হাসানসহ জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 


ব্যারিস্টার রবিউল আলম সৈকত বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় প্রত্যেকটি মন্দিরে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ নেই। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন সেজন্য মন্ডপে মন্ডপে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। বিএনপি আগেও সনাতনীদের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।


এমএল/