ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ ঢাকায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে গ্রেফতার করেছে পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১২ অক্টোবর) বিকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: দেশে গ্যাসের তীব্র সংকট চলছে: উপদেষ্টা
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনীর সোনাগাজী এলাকায় টমটম চালক জাফর আহাম্মদকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।”
আরও পড়ুন: সব সম্প্রদায়ের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই: প্রধান উপদেষ্টা
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচেনে প্রতিদ্বন্দ্বিতা করেনহাজী মো. রহিম উল্লাহ। তবে সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। এর আগে, গত ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জেবি/এসবি