লেবাননের শতবর্ষী পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪


লেবাননের শতবর্ষী পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
ছবি: সংগৃহীত

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবারের হামলায় দেশটির দক্ষিণে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে।


রবিবার (১৩ অক্টোবর) ভোর রাতে এ হামলা চালায় ইসরায়েল। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে হামলা জোরদার করেছে তেল আবিব, যার সর্বশেষ নজির মসজিদ ধ্বংস করা।


লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, কেফার তিবনিট গ্রামে স্থানীয় সময় ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মসজিদটিতে হামলা চালায় ইসরায়েল।


আরও পড়ুন: ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ রকেট ছুড়লো হিজবুল্লাহ


ওই এলাকার মেয়র ফুয়াদ ইয়াসিন বলেন, “মসজিদটি সীমান্ত এলাকার ৮ কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় এটি ধ্বংস হওয়ার ফলে এই এলাকার মুসল্লিরা একত্রিত হওয়ার সুযোগ হারিয়েছে।”


তিনি আরও বলেন, “মসজিদটি ১০০ বছরের পুরনো এবং স্থানীয়রা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এর চত্বরে জড়ো হতেন।”


আরও পড়ুন: লেবানন থেকে এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ হিজবুল্লাহর



গেল এক বছর ধরে গাজা ইস্যুতে ইসরায়েলের  সাথে হিজবুল্লাহর সংঘর্ষ চলছে। তবে গত ২৩ সেপ্টেম্বরের পর এ সংঘর্ষ আরো মারাত্মক আকার ধারণ করেছে।


এরইমধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ১ হাজার ২৬০ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখের বেশি মানুষ।


জেবি/এসবি