সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ‘জুম মিটিংয়ে’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪


সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ‘জুম মিটিংয়ে’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা নিয়ে সব কিছুই ঠিক ছিল। কিন্তু সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।


বুধবার (১৬ অক্টোবর) বিসিবির মিডিয়া উইং থেকে প্রকাশিত এক ভিডিওতে প্রধান নির্বাচক হান্নান সরকার জানান, সাকিবের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বোর্ড থেকে সবুজ সংকেত পাওয়া গেছে এবং তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তার দেশে ফেরা ও খেলা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাকিববিরোধী আন্দোলনের পর।


আরও পড়ুন: টাইগারদের নতুন হেড কোচ ফিল সিমন্স


সাকিব যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে দুবাইতে অবস্থান করতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা এবং তার খেলার সম্ভাবনা নিয়ে বিসিবি আজ বৃহস্পতিবার দুপুরে একটি ‘জুম মিটিং’ আয়োজন করেছে। বোর্ড পরিচালকদের এই বৈঠকে সাকিবের ফেরা এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।


বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সিইও নিজামউদ্দীন চৌধুরী দুবাইতে আইসিসির সভায় যোগদান করার কারণে তাদের সরাসরি মতামত নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে অনলাইনে এই মিটিংয়ে বোর্ড সদস্যরা সাকিবের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং সিদ্ধান্ত দেবেন।


আরও পড়ুন: হাথুরুসিংহেকে বরখাস্ত করল বিসিবি


এদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিববিরোধী আন্দোলন মাথাচাড়া দেওয়ায় তার ফেরা ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, সাকিব দেশে ফিরতে পারবেন কিনা এবং নিরাপত্তা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা।


বিসিবির সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সাকিবকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি। এখন দুপুর ১২টার ‘জুম মিটিং’ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই জানা যাবে, তিনি দেশে ফিরছেনন নাকি ভারতেই শেষ টেস্ট খেলে ফেলেছেন তিনি।


আরএক্স/