বিশ্বকাপ নিয়ে নেইমারের সঙ্গে যে চুক্তি করেছেন ইয়ামাল

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে বিশ্বকাপকে ঘিরে আলোচনায় উঠে এলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র ও স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। বিশ্বকাপের ফাইনালে যদি স্পেন ও ব্রাজিল মুখোমুখি হয়, তাহলে একসঙ্গে ছুটিতে যাওয়ার বিষয়ে দুজনের মধ্যে একটি বিশেষ চুক্তি হয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তিনি বলেন, “নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি। যদি স্পেন ও ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়, তাহলে আমরা একসঙ্গে ছুটিতে যাব।”
এ ছাড়াও গোল করলে নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদযাপন করবেন বলেও জানান বার্সেলোনা তারকা। বিশ্বকাপে স্পেনের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন ইয়ামাল। আসরের ফেভারিটদের মধ্যে থাকবে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।
বিজ্ঞাপন
নেইমারের প্রতি অনুরাগের কথা সবসময়ই বলেন লামিনে ইয়ামাল। গত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়ে নেইমারের সঙ্গে দেখাও করেন তিনি।








