মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ জারি

দেশের ক্রিকেট ক্রীড়া কভারেজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাংবাদিকরা। তবে নিরাপত্তার কারণে এবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে মাঠে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সাংবাদিকরা শুধুমাত্র ১ নম্বর গেইট ব্যবহার করে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
বিসিবি অনুযায়ী, স্টেডিয়ামে প্রবেশের সুযোগ শুধুমাত্র ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং বিসিবির পূর্বনির্ধারিত ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন ক্ষেত্রে সীমিত থাকবে
বিজ্ঞাপন
বিসিবি আরও জানিয়েছে, স্টেডিয়াম ও অফিসে নিরাপত্তা বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে সকলের সহযোগিতা প্রয়োজন। কেবলমাত্র এই নিয়ম মেনে গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করে কাজ করতে পারবেন।








