‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়া তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ খেলছে। ০২২ সালের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে এসছে অজিরা। কিন্তু বিশ্বকাফ স্কোয়াডে জায়গা না পাওয়া ৭ খেলোয়াড়কে নিয়ে এসেছে তারা। কিছু বিশ্লেষক এই দলকে “অস্ট্রেলিয়ার ‘বি’ দল” হিসেবে অভিহিত করছেন। আর বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে এমন দুর্বল দল পাঠানোকে অপমানজনক হিসেবে দেখছে পাকিস্তানের ক্রিকেটবোদ্ধারা।
বিজ্ঞাপন
পাকিস্তান সফরে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েল নেই। ম্যাক্সওয়েল ছাড়া বাকিরা ইনজুরির কারণে খেলছেন না। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া শন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, বেন ডারশুইস, জ্যাক এডওয়ার্ডস, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে ও ম্যাথু রেনশ পাকিস্তান সফরে পাঠানো হয়েছে।
এমন প্রস্তুতি দল পাঠানোর কারণে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ক্রিকেট বিশ্লেষকরা অস্ট্রেলিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। সাবেক অধিনায়ক মঈন খান বলেন, “সম্প্রতি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানে আসে। এটি যেন শুধু সিরিজের আনুষ্ঠানিকতা রক্ষা করা।”
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া তিনজন নবাগত খেলায় নিয়েছে। অধিনায়ক মিচেল মার্শ, অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস এবং প্রথম সারির পেসার স্কট অ্যাবট ও বেন ডারশুইস মাঠে ছিলেন না। এই বিষয়টি পাকিস্তানের ক্রিকেট ভক্ত ও বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন তুলেছে যে, অস্ট্রেলিয়া সিরিজকে কতটা গুরুত্ব দিচ্ছে।
ক্রিকেট বিশ্লেষক ও লেখখ ওমাইর আলাভি বলেছেন, তারা এরই মধ্যে তাদের কিছু মূল খেলোয়াড়দের ছাড়া এসেছে এবং প্রথম ম্যাচে তারা তাদের সেরা খেলোয়াড়দের খেলায়নি। আমি এটাকে পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য অপমানজনক হিসেবে দেখছি।’
বিজ্ঞাপন
সাবেক টেস্ট ব্যাটার ও প্রধান নির্বাচক হারুন রশিদ বললেন, ‘বিশ্বকাপের একেবারে আগে যখন একই কন্ডিশনে খেলতে হবে, তখন তিন ম্যাচের সিরিজ খেলতে আসা এবং সেরা খেলোয়াড়দের মাঠে না নামানো বিভ্রান্তিকর।’








