Logo

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের!

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৪, ২২:২০
57Shares
বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের!
ছবি: সংগৃহীত

সাকিব দেশে ফিরতে পারবেন কিনা এবং নিরাপত্তা নিয়ে কোনো জটিলতা

বিজ্ঞাপন

ঘরের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। শেষ টেস্ট খেলতে আমেরিকা থেকে দেশের উদ্দেশে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন সাকিব। তবে এরই মধ্যে তার দেশে ফেরা একপ্রকার বন্ধ হয়ে গেছে। 

বুধবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে দুবাইয়ে এসে যাত্রাবিরতি দেন সাকিব। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় রেখে তার ঢাকায় আগমন আপাতত বন্ধ রাখা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিববিরোধী আন্দোলন মাথাচাড়া দেওয়ায় তার ফেরা ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, সাকিব দেশে ফিরতে পারবেন কিনা এবং নিরাপত্তা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা।

বিসিবির সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সাকিবকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি। এখন দুপুর ১২টার ‘জুম মিটিং’ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই জানা যাবে, তিনি দেশে ফিরছেনন নাকি ভারতেই শেষ টেস্ট খেলে ফেলেছেন তিনি।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD